নিজেকেই অন্ধ করে------
পিদিমের পোড়া শলতের তাপ
জাগিয়ে রেখেছি অরিন্দমের তীর্থতলে।
নিজেকেই খুন করে------
এসেছি নষ্ট-কৌতুকে;
মৃত্যুর ভেতর জন্মের পা ছুঁয়ে প্রণাম দিতে!
হে রে দুখী মায়ের খোকা-খুকী!
তোদের মাসি-পিসি কই?
ডেকে বল----
বাংলার জমিনে কী অামার অাসল পরিচয়?
মানুষের-ই সর্বনাশে চিতায় উঠেছে সময়!