চোখে আগুন,
ফের অনুপম ম্যাজিক!
চাকা গড়াচ্ছে….
পার হই নৌকোঘাট,
ওখানে লাল সুতোটা আর নেই;
অামাদের দেখা হল অসম্ভব আলোকোজ্বল অবস্থায়,
আঙ্গুলে আঙ্গুল রেখে কিছুক্ষণ পাশাপাশি হেঁটে চলা…
অথচ মুখোমুখি হইনি কোনদিন!
হঠাৎ পরস্পরকে অতিক্রম করে গেল দস্যু রত্নাকর….