"কি", "কেনো","কাকে","কারণ","সমাপ্তি"
এই পঞ্চরত্নের মাঝে এতই তফাৎ যে-----
অামি অনায়াসে ঘুমিয়ে পড়ি প্রশ্নচিহ্নের(?) উপর..
রাত পোহায় বজ্রধ্বনির শেষে;
কিছুটা মৌলিক সময়ের অাবেশে
গুনগুন করে ওঠে দু'চারটে কথা---
"কি"?"কি"?"কি"
ভালোবাসি,ভালোবাসি,প্রিয়তমা,সংসার,জীবন,দুনিয়া।
"কেনো"?"কেনো"?"কেনো"?
উত্তরঃ--- শূন্যের সাথে দিয়ে দাও শূন্যের গুণ!
কিন্তু"কাকে"নামক শব্দটি
অামাকে গিলে খায় অাড়ালে,ফিনকি হেসে...
ওদিকে "কারণ"এসে
অামার অস্তিত্বকে সন্দিহান করে তুলে নিমিষেই!
অামি চিৎকার করে উঠি----------
বাঁচতে দাও অাগুন ভুলে জলের মায়ায় চোখের কোণে..
অথচ শ্বাসবায়ুর দরজায় কড়া নাড়ে অামার"সমাপ্তি"!
এই "কি" জীবন?
"কেনো"দু'দন্ড শান্তির জন্য
জীবনানন্দের বনলতার কাছে বিচার চাইতে অাসে ফেরারী প্রেম?
"কাকে"খুঁজে ফিরে হিজল তলায়?
অাজ কুমুরে পোকা ভুলেই তো গেছে অামার মাটির বাসা!
তাই "কারণের "কাছেই বন্ধক রেখে দিলাম কুড়িয়ে পাওয়া চেতনা!
তবু "সমাপ্তি"অামাকেই কাছে ডাকে বারংবার;
বলে-অায়, অায়,অায়..
অামি তখন এক পৃথিবী স্বপ্ন হয়ে বাঁচি মানুষের চোখে...