কালের প্রথায়
সর্পিল ছায়াপথে
পটোলচেরা চোখ
কিন্তু খুঁজে পায়......
ঝুলন্ত আলোকবিন্দু
নক্ষত্রের আন্দোলন......
নিমিষেই মুছে যায়
বুকের গভীরে
চাপা পড়ে থাকা
প্রাগৈতিহাসিক অন্ধকার।
আত্মায় চোরাটান
অক্ষরে-অক্ষরে
ভয়ানক সংঘর্ষ;
শব্দের সখ্যতায়
কবিতার আর্কাইভ...
যন্ত্রণার শিল্পিত উত্তরণ ...
অন্তর্মুখী ত্রিসন্ধ্যায়
ক্রৌঞ্চ-বিরহের
বেনামী কবি চায়...
জন্মান্তরের আস্বাদ।