মন্দাকিনী,ক্ষমোঃক্ষমোঃ
             কামিনী শাখার তলে উঠেছে সাগর কল্লোল
তাই দুধে-অালতা মাখা মরা-কাষ্ঠ তুলে
             অামিই হলাম জগৎ পিপাসার্ত শূন্য বাউল।

কিন্তু বাঙালীর মূল্য বাঙালী বুঝেনা,
মন্দাকিনী,ক্ষমোঃক্ষমোঃ
                    পূণ্য স্নান সারা হলো দায়!
অন্তর কাঁদে ষোল অানা দগ্ধ জ্বালার ছিটায়!

অাজ রঙ্গশালার বিজ্ঞাপন-অারতি ভুলে,
কলমের খোঁচায়.....
                          এনে দিলাম জলদাবৃত ত্রিকোণ প্রেম!
তবু লোকে কয়; বঙ্গ-রাধার স্নিগ্ধ কোলে
                          অামি নাকি দৌরাত্ম্য-পীড়িত শ্যাম!