দরজাটা বন্ধ করার আগেই
ফাঁকফোকরে বেরিয়ে যাচ্ছে
খানেকটা সূর্যজ্ঞানের আলো।
কে?কে ওখানে?
আমাকে টানে ছায়াপথিক।
অবিরাম … ক্লান্তিহীন …
অসংখ্য ছায়াবৃত্ত পার হতে হতে
অক্ষরনীল পথে আসা মাত্রই
শ্বাসবায়ুর পাকচক্রে
টুকরো টুকরো সনাতন-অভিধান;
শব্দরা হাঁটতে শুরু করে …
হাঁটতে হাঁটতে মহত্ত্বের শিখরদেশ পার হয়ে
জড়ত্বের জ্বালা বিসর্জন দিয়ে
থমকে দাঁড়ায়…..
ঘনভার রাত্রির মহাস্রোতের পাশে।
শব্দরা ভাসতে শুরু করে …
ভাসতে ভাসতে অন্তহীন শূন্যতায়
চলে যেতে থাকে প্রগাঢ় অন্ধকারে….
মাঝে মাঝে একটু-আধটু
আমার দিকে ফিরে তাকায়
উপায় নেই…
আমি তখনো নৌকা-কাঙাল …