(১)
বয়স
----------
মহাকালের আয়নায় ভাসে আমার প্রতিচ্ছবি,
দেখি,আমি এক আজন্মকালের শিশু.......

(২)
কালপুরুষ
---------------------
হাজার বছর ধরে আলোর লণ্ঠন হাতেই
দাঁড়িয়ে আছে বাংলার কালপুরুষ!

(৩)
ধ্রুব সত্য
----------------
পরিত্যক্ত ক্যালেন্ডারের বাইরে,
          অবহেলায় পড়ে থাকবে গণনাবিহীন মৃত্যু,
সময় আর  দূরত্বের মাঝখানে স্থিরীকৃত হবে সব শূন্যতা....

(৪)
বিশ্বাস
-----------
সূর্যের চুম্বনে,
      একদিন পায়ের তলায় নেমে আসবে আলোর সিঁড়ি;
সেদিন অনায়াসে মুছে যাবে সব কালো ছায়াচিহ্ন।

(৫)
উপভোগ
-----------------
বিচরণ করুক উন্মুক্ত শৈশব
                      তোমাদের প্রতিটি সময়ে,
আর ঝরে পড়ুক সব শূন্যতা;
                    যা হবে স্পর্শের অতীত......

(৬)  
তপস্যা
-------------
বেঁচে থাকার সূত্রে খানেকটা ভুল,জীবনের খাতায় গন্ডগোল;
পরিশেষে,অসংখ্যবার মৃত্যুর পর পুনরায় হবে জন্মের সাক্ষাত।

(৭)
সংকেত
--------------
হে স্বপ্নদর্শী মানুষ!
দুঃসময়ের অন্ধকারে হাত বাড়িয়ে নিখোঁজ সূর্যটি কে খুঁজে নাও
নচেৎ মৃত্যুফাঁদে  তুমি অজান্তেই ভুলে যাবে সব মুক্তিমন্ত্র।

(৮)
অবিচলতা
---------------------
আহত মাটির বুকে শিকড় শিখিয়েছে আঁকড়ে ধরার কৌশল,
তাই দাঁড়াবার স্পর্ধা দেখে
                 লুকিয়ে ফেলিসনা তোর চোখ!

(৯)
লড়াই
------------

নষ্টের চোরাবালিতে পড়ে নিশ্চিহ্ন হবার আগেই
                সুতীব্র চিৎকারে জেগে ওঠে
                                    দেখে নিও ফুলের বিন্যাস!

(১০)
উত্তোরণ
---------------

যদি দৃষ্টির আওতায় সব পথ বন্ধ হয়ে যায়
তবে ধীরে ধীরে  হাঁটতে শুরু করো,
                কেননা হাঁটলেই পথ তৈরি হয় ……

(১১)
সফলতা
-------------

হে দিগন্তপারের অভিযাত্রী!
শীতার্ত সময়ে,হৃৎপিন্ডের ভিতর সাজিয়ে নিও
                                   লক্ষ্য-কোটি শ্বেত-পাথর।
ঘর্ষণে-ঘর্ষণে একদিন জীবনের আগুন জ্বলবেই!

(১২)
প্রেমের শিকড়
-------------------
আঙ্গুলের টোকায় কাঁপে বুড়ো দেয়াল।

তারপর?

অশ্রু-নদীতে জাগে চর
চরের উপর জন্মায় গাছ।

তারপর?

চিরবৃষ্টির প্রতীক্ষায় প্রেমের শিকড় শুঁকে মাটির ঘ্রাণ!

(১৩)
অাহ্বান
-------------
চল্ যাই ক্ষুধার দেশে,
        যেখানে জীবনের ভাঁজে –
                লুকিয়ে থাকে মৃত্যু।

(১৪)
প্রত্যাশা
-------------
বুকের তিমিরে পড়ে থাকা
  কালো পাথরটি ভেঙে বয়ে যাক অনাবিল স্রোত,
         ভেসে চলুক-- আগুনের এক নৌকো
                       তোমাদের কিছু পোড়া দুঃখ নিয়ে......

(১৫)

দায়মুক্তি
-----------

যদি কোনদিন জন্মের নিকটে জানতে পারি কান্নার ভাষা,
    তবে  মিটিয়ে দিয়ে যাব তোমাদের সব প্রাপ্যতা!

(১৬)
অভিমান
----------------

বহুদিন আসিনি- এসে,প্রেমের শিকড় ধরে টান দিলে,
খুলে যাবে চাঁপা ঠোঁট,ঋণগ্রস্ত হবে দু’টি হাত,
কেঁপে উঠবে চিবুকের চেনা জন্মদাগ।
            
                 তবে না আসাটাই ভালো...
অনিলা!