মগজের ব্যর্থতায়
অজ্ঞানের বাহুপাশে
খুলে ফেলি অন্ধকার,
দায় কার?
ধমনীর ভেতর মৃত্যু স্বৈরাচারী।
মুচলেকা দিচ্ছে অামাদের খদ্দের প্রার্থনা
তবু কেনো ডাক শুনি বেশ্যার?
দায় অামার!
কলঙ্কের দাগ ভুলে
নখের অাঁচড়ে
গেঁজলে ওঠে ভাইরাস,
নাকি ঈশ্বরের প্রহার!
সাবাস গণিকা!
অামি মিডিয়া
পাঠাবো গরম খবর,
দায় তোমার!