(১)
প্রেমগাছ
------------------
প্রেম কি প্রেমগাছ?
যদি তাই হয় তবে অামিই হব মিষ্ট ফল
কেননা তুমি বড্ড ক্ষুধার্ত!
(২)
প্রাপ্তি-স্বীকার
---------------------
অাশাহীন নৌকো ভাসে অার ভাসে....
ভাসতে ভাসতে মেঘস্মরণপারেই গতিভঙ্গ।
দিগন্তনীল স্রোতে অাসে বিদ্যুৎ
কলমমাঝি শুধু ভাবে অার ভাবে....
পার গেলো কোথায়?পার গেলো কোথায়?
অাহা!অাঙুল কেন নড়েচড়ে শব্দপথরেখায়!
অামি বলি--থামো,থামো,তা দূর.....বহুদূর....
যোগ্যতার পীঠেই অাছে সূর্যজ্ঞান,শিখে নাও ওষ্ঠ-ভাষা
কালির কাছেই হোক কলমের প্রাপ্তি-স্বীকার!
(৩)
মোহ-বর্ণমালা
---------------------------
কাঁপে অাকাশপারের অাকাশ
অামি কৃষ্ণপথিক, একা....একা...
যাব বসুন্ধরা-বাড়ি
বাঁশিতে সূর্যজ্ঞান সুর,
তবে রাধা কেন খুঁজে মোহ-বর্ণমালা?
(৪)
প্রেম গাছের তলায়
-----------------------------
প্রত্যাশা পড়ে অাছে প্রেম গাছের তলায়
ফুল ঝরেনা,পাতা ঝরে.....অার ঝরে.....
রসের কাছে শিকড় অবুঝ,
বুঝেনা ডাল-পালার ভাষা
তবু ফলের মাঝেই পথিকের মিষ্ট অাশা
গাছ বলে,অামি যাব কোথায়?
(৫)
কলিযুগ
-----------
হাতুড়ি হাতে রসিক চালায় রস-লীলা-ভোগ
কে জানাবে প্রেমফাঁদের রহস্য?এ যে কলিযুগ!
অায়না-বান্ধবী,কোথায় আছে তোমার বৃন্দাবনী সারং?
কার বুকে এতো সমুদ্র-কল্লোল?বুঝিনা হাওয়ার ঢঙ!
(৬)
ভয়াবহ
--------------
চুপ থাকি কী করে!
জাহাজের তলদেশ ফুটো, তেল মিশে একাকার...
অারে দেখো,দেখো,
বাতাসের সখ্যতায়
যমুনায় সাঁতার দিচ্ছে দেশলাইয়ের কাঠি!
ঠিকানা রমণীর ভেজা চুল....
(৭)
অদৃশ্য মন্ত্র-খাতার দাম
------------------------
বেরসিক উপমা-ছন্দ-তাল,অক্ষর-নীল কাব্যরূপ বাগান,
চাঁদ-রুটির হাতেই রাখা অাছে মহাবিরহের গীতবিতান।
ইচ্ছেপাখি, লোহার খাচা ছেড়ে উড়ে চলে সাত-সকাল,
দৃষ্টিতে তাঁর আকাশনীল বর্ণমালা,হাসে শুধু মহাকাল.....
এ যে রহস্য-কৌতুক!নিরক্ষর আগুনে পুড়ে ছাই পৃথিবীগ্রাম
তাই মহাশ্বেতার কাছেই মিটিয়ে দিলাম অদৃশ্য মন্ত্র-খাতার দাম ।