শর্তহীন ছায়ায় দাঁড়িয়ে
দূরত্বের ভার বহন করে ছদ্মবেশী পথিক.....
সে জানে, আগুনের ক্ষুধা মিটে যাওয়ার পর
পরিত্যক্ত ছাইয়ের মাঝেই পড়ে থাকবে
তাঁর অসময়ের শ্মশান......