অালো জ্বালাতে এসে দেখি
দীপ নিভে গেছে শেষ ছলনায়.....
তাতে ক্ষতি কী?
ফেরারী অাঁধারেই চোখের পাওনা মিটিয়ে
পথের চাওয়া নিয়ে প্রথম স্পর্শের ঠিকানায়
হেঁটে যাবে কুড়িয়ে পাওয়া নিঃশ্বাস;
ভুল সময়ের অাহত কিছু কান্নায়.......