সুঁচের ভেতর সুতোর ইতিহাস গুনে গুনেই
নগ্নতার কাছে প্রত্যাখ্যাত হয়েছে পোষাকের লজ্জা!
অঞ্জলী,ও অামার অঞ্জলী!
অসময়ে দাঁড়িয়ে অাছি....
জেগে অাছো কি?
এক ফোঁটা জলে পিঁপড়ের সমুদ্র দেখে দেখেই
চোখ অামার অজ্ঞান রাত্রির ঝড়;
দৃষ্টিতে ফুঁসলে উঠেছে তুফানী হাওয়া.......
অঞ্জলী,ও অামার অঞ্জলী!
নবজাতকের স্বপ্ন দিয়ে খুলে দাও প্রতিভার দরজা;
ফাঁকফোকরে ঢুকে যাক অামার মহাভারত......