একটি মেঠোপথ, পাশে ধানক্ষেত ও পদ্মপুকুর
কবি হাঁটে…..
বাতাস সরিয়ে দেয় আবছা লতাডাল
সৌরবৃত্ত থেকে মৃদু আলো এসে পড়ে জলের উপর
স্বচ্ছ,টলমল…….
আকাশও নেমে আসে ধুলোর মাতৃক্রোড়ে,
প্রগাঢ় স্তব্ধতায় দূরত্বমুগ্ধ কবির চোখ দেখতে পায়
ভাস্কর্যভঙ্গিমায় দাঁড়ানো মেঘের শরীর ঠিক যেন মোনালিসার রূপ!
এ কী!কবির সামনে একটি বেওয়ারিশ কুকুর
তীক্ষ্ণ চোখে বারংবার তাকায়
মুহূর্তেই বাতাস বদলায়..
দৃষ্টিতে ঘাতক পালিয়ে যাওয়ার ইঙ্গিত!
কবি আবার হাঁটে…..
আঁকাবাঁকা সর্পিল ছন্দে…
পেরিয়ে যায় ধানক্ষেত…
হঠাৎ চারিদিকে আসে পঁচা গন্ধ!
কবি পেছনে তাকায়…
দেখে, ধর্ষিতা এক মৃত নারীর মণ্ডুহীন লাশ
আর ক্ষুধার জ্বালায় স্তন চুষে খাচ্ছে তারই গর্ভজাত সন্তান!
অথচ আসল নারীঘাতক মাংস খুলে পেয়ে গেছে অমৃতের আস্বাদ
আমাদের বিবেক পাড়ায়…….