আঙ্গুলের ব্যাকরণ ভুলে
পিয়ানো বাজে মাংসের টানে
বিলম্বিত ছায়ায় লিরিকের শ্মশান,
গানের পাশে আগুনের বিছানা...
নষ্ট হলো ক্রিয়াপদ।
মাত্রাবৃত্তের মুখে জেব্রা-ক্রসিং,
তাকিয়ে আছে টেলিস্কোপ;
হঠাৎ কলম হাঁটে …. নাকি হাঁটার প্রয়াস!
সামনেই গায়িকার হুঁইসেল ….
সাবধান শ্রোতা!
জেগে ওঠবে গণিকাপল্লী ও মৃত শহর …..