না, জানতে চেয়ো না আসল নাম,
মুছেনি কপালের কলঙ্করেখা,
অনার্য রক্তে মিশে আছে পূর্বপুরুষের নাম
ছিঁড়ে গেছে ভাষার সনদপত্র,আমি যে নামহীন,
সঙ্গীহীন ছায়াপথিক,অনন্ত কালের…
না, দেখতে চেয়ো না,
অবর্ণ আকাশে নীল-ভ্রান্তি;
গিরি-শিখর অচল,প্রাচীন জীর্ণতার অরণ্যান্ধকারে জন্মান্তরের পথ।
না,কন্ঠ শুনতে চেয়ো না,
সহ্য করতে পারি না রক্তক্ষরণের মতো উচ্ছ্বাস;
সন্ত্রাস রাত্রির পলাতক তারার ধিক্কারে অগ্নি-তীরে সদাভ্রাম্যমান।
মহাকালের ভোজসভায় আমি যে ক্ষুধার্ত অতিথি।
না,ঠিকানা জানতে চেয়ো না,
প্রাচীন মুদ্রার স্থবিরতায় ঐতিহাসিক ক্ষোভের বজ্রধ্বনি
কাঁপিয়ে তুলে সপ্তরথী ঘেরা চির-যৌবন ,অভিমন্যু –এ চক্রব্যুহে
ব্যাধের জটিল ষড়যন্ত্রে নিহত আমার আকাশ-পাখি…