ইথারের তরঙ্গে ভেসে ভেসে বিপ্লব বলছি----------
বাংলা তোমায় লাল-সালাম!
পলকহীন দৃষ্টিতে এসেছে ধর্ষণের অভিশাপ;
তাই পড়ন্ত বৃষ্টির কাছে কান্নার ভাষা শিখে
বর্ষার স্বপ্নকে ভেলায় ভাসিয়ে,
প্রেম ও বিশ্বাসের ছায়ায় নিজেকে দান করে
অাগুনের ক্লান্ত শিখায় রেখে দিলাম জন্মের পাপ ও মৃত্যু নামক ব্যাধি!