ইচ্ছাজ্ঞানক্রিয়ারূপ ত্রিকোণমধ্যে
       কুণ্ডলিনী শক্তির আঁধার।
                           রাখা হলো গন্ধমূষিকের চর্ম;
সার্ধত্রিবলয়াকারে বেষ্টিত স্থানে
            লোভনীয় পোষাক পড়ে ঘুমায় কুণ্ডলিনী !

                                                        অযত্নসিদ্ধ হংস-মন্ত্র ।

                          তীরের তৃষ্ণা মেটাতে
               তীব্র বেগে ছুটে আসে মৃত মহাসমুদ্র ;
     বুকে তাঁর ভরা প্লাবন
                    যাত্রা কিন্তু নিষিদ্ধ!
                
নির্ধারিত হয় জীবের আয়ু
                 আহা! উচ্ছ্বাসের অন্তর্গমন ও নিঃশ্বাসের নির্গমন !
থেমে যায় পঙ্খের কাজ;
              কোকিলাক্ষ বৃক্ষের নীচে তবু ফেরারী পাখির অবুঝ
প্রতীক্ষা...
     ঠিক প্রতীক্ষা নয় ...
                          এ যেন সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার।
-----------------------------------------------------------

##অতিরঞ্জন/ইথার......