একটি চুমুর স্বভাবদোষেই প্রেমিকার গালে অাঁকা হয়ে যাবে প্রেমিকের মহাবিশ্ব।
মানি,দেবতার মাহাত্ম্য ফুল হয়ে ফুটবে পরাজিত অাগুনের পাশে,
তবু প্রেমের কাছেই গোপন রেখে দিব হৃদয়ের ওজন।
মাংসের দাঁড়িপাল্লা নিয়ে স্বপ্ন শিয়রে বসে
হৃদয়কে প্রণতি জানাবে শ্যাম-রঙা অাকাশ।
অামি বলবো--শান্ত হও,ইন্দ্রনীল
ভালোবেসেছি দিঘীর মতোন টলমল দু'টি চোখ,
সাঁতার কাটবে অামার পৃথিবী;অনন্তকাল......