অামার পায়ের তলায়
ঘুমিয়ে ছিলো বয়স্ক পৃথিবী।
তাই ঘুণধরা কাঠের দরজা ভেঙেই
শূন্যের কাল অতিক্রম করে
হাঁটবে দু'টো পা
একটি সাদা-কাফনের খোঁজে।
হাঁটু গেঁড়ে বসবে
বাংলার বুভুক্ষু হৃদয়ে।
পাঁচটি অাঙুল
অাঁকড়ে ধরবে
পতাকার ক্রন্দন।
চোখ ছিনিয়ে নিবে
নিয়তির অন্ধকার;
কপাল ছেড়ে দিবে কলমের নিঃশ্বাস
কাগজে লেখা হবে
এখনো ভালোবাসি এই মাঠ,
জননীর কোল,
প্রিয়তমার হাসি,
সন্তানের স্বপ্ন।
অাহত বুক বের করে দিবে হৃদয়ের মিছিল
পীঠে জনপদ,
গলায় ঝুলে থাকবে ছলনার মৃতদেহ।
ঠোঁট চুষে নিবে কলঙ্ক,
উদরের ভাষায় রচিত হবে
নন্দিত বীণার তারে সুর দানের ইতিকথা।
অতঃপর.....
তাম্র-শরীর
ধুলো মেখে হয়ে উঠবে মহাবিশ্ব;
যেখানে বিশ্বাস পাবে অাশ্রয়,চির-স্বচ্ছতায়.......
নিমন্ত্রণ জানাই,
তোমরা দেখে যেও কিন্তু অন্ধ হওয়ার অাগেই!