ও অামার মরত্বের নির্মাতা!
সইতে পারিনে,সইতে পারিনে...
অাগুনে ওষ্ঠ রেখে পোড়াতে এসেছি সময়
জ্বালানির খুঁজে হাঁটুক তিন অক্ষরধারীর(মানুষ)পা....
জলসা ঘরে ফেলে এসেছি অমানুষের হৃৎপিণ্ড
সাবধান!কেউ কুড়াতে যেও না,
ছুঁয়ে দিলে তারা হয়ে ফুটে যাবে
অাধখানা পৃথিবীর অাধখানা রুটি;
বাকিসব অন্ধকার....
মহাশ্বেতা জলের ইতিহাস বুঝেনি নিষিদ্ধ প্রতিভার অায়ু,
তাই এমন এক রাষ্ট্র চাই
যা হবে শুদ্ধ প্রতিভার সভাস্থল
প্রতিটি কলম পাবে অমরত্ব;কালি কোনদিন ফুরাবেনা.....
বেঁচে থাকবে তিন অক্ষর(পৃথিবী)
যুগ হতে যুগান্তর.............