বোবা রাত্রির পীঠে দাঁড়ালে মনে হয়
                  শেষ কথার পাশে প্রত্যাখ্যাত হবে অশ্রু,
চলে যাবে বধির-হাওয়া
                   ভিনদেশী ঝড়ের মুখে।

মুহূর্তেই কবিতারা লাশ হয়ে ফিরবে
                      অন্ধ-কবির পান্ডুলিপির ছায়ায়....

খন্ডিত-কালের পরিধি মেপে-মেপে
                              ছেঁড়া-জামার গিঁট খুলে
শূন্যের থালা উড়ে যাবে ভিক্ষার ছলে;লজ্জা ভুলে......

ক্ষতচিহ্ন গুনে-গুনে
              চিতার অাগুনও হয়ে উঠবে গীতবিতান।

দোহাই লাগে!
      ফুলের অপমান কাঁটা দিয়ে শোধ করোনা,সুরভি....
লজ্জা অার কত দিবে সই!
            পয়সা দিয়ে বেচতে অাসিনি মানুষের হৃদয়।

তোমাকে তোমার চোখে দেখেই
       ঢেকে রেখেছি পাপিষ্ঠ অাঁধার....
                   সরিয়ে নিয়েছি মাংসের-পর্দা।

তোমাকে তোমার হাতে সঁপে দিয়েই
       খাদের কিনারে দাঁড় করিয়েছি প্রেম।
                   অাজ একটু কাঁপুক অামাদের বিশ্ব........