বেঁচে থাকাটাই বিজ্ঞাপন।
যদিও মরেছি মৃত্যুর অাগেই---------
কে শুনে কার কথা?
ভেবেছিলুম,দুঃস্বপ্ন হতে জেগে উঠার পর......
দরজায় কড়া নাড়বে মহাভারত;
মিডিয়ায় সমর্পণ করে দিব অামার ঝুলন্ত লাশ।
বলতে পারিনি----------
কেনো বিষ হয়ে জন্মেছি সাপের মুখে?
কেনো রমণীর স্তন হয়ে কালের অন্ধকারে খুঁজে পেলাম ওষ্ঠ-ভাষা?
এসো মিডিয়া,
ইজ্জতের দামে নিলামে তুলে দিয়েছি অামার পৃথিবী।