কখনোই এ অামার পৃথিবী হতে পারেনা-------

কারণ পুরুষের হৃদয়
                 কুরে কুরে খায় রমণীয় বিশ্বাস।

রক্ত-মাংসের গভীরে
                 দীক্ষা নেবার জন্যে
প্রস্তুত হয়ে থাকে ধারালো ছুরি।  

জন্মের সাথে খেলা করে
                 অসংখ্য লজ্জিত মৃত্যু।

কখনোই এ অামার পৃথিবী হতে পারেনা------

যেহেতু নদী অাছে,স্রোত অাছে,
                 অথচ সাঁকো থাকেনা,
বিবেকের নৌকো নিয়ে পালায় শুধু মহাকাল!

পাথর ফেটে নীরব অশ্রুপাত,
দেখেনা কেউ;
                  হতে চায় সকলে অাগুন -বিলাসী
হিমশীতল কল্পমায়ায়.....

সুতরাং,কখনোই এ অামার পৃথিবী হতে পারেনা-----
                  হে বাংলার  অন্ধ ও বধির কবিগণ!