খেলা নয়,খেলা নয়,
জরিপ চলছে নিষিদ্ধ পথের বাঁকে বাঁকে....
পল্লী থেকে পল্লী
মাঠ থেকে মাঠ
হোঁচট খেয়ে কল্পছায়া বলে উঠে-------
মার্জনা করো,মার্জনা করো,
অাগুনের সভ্যতা বুঝেনি অায়ুর ইতিহাস।
শূন্যতার চিল উড়ে উড়ে যায় কিরণ-কৌতুকে
মুহূর্তেই মহাভারত পাল্টায় ছদ্মবেশ;
ঈশ্বর তুই ফিরে অায়!
প্রতিভার ভাঁজে ভাঁজে মৃত পাণ্ডুলিপির চিৎকার শুনে
দৌঁড়ে পালায় শ্বাসবায়ু,
কাঁদে অসংখ্য হৃদয়
চোখে চোখ রেখে সমুদ্র বানিয়ে.......
ঘৃত-স্নান নিষেধ!
বাংলার প্রান্তরে প্রান্তরে কালপুরুষের সমাধি ছুঁয়ে
সময় গুনে গুনে
জেগে উঠতে চায়
সৌখিন স্বপ্নের কারবারি....
কিন্তু মাটিতে মাটিতে হিরণ্যগর্ভ সন্ধানীজন
অন্ধ হয়েই থাকে অাজন্মকাল!