সাদা কাগজখানি
      বেদনার নীল-রঙ মেখে হয়ে যায় এক অধরা অাকাশ,
              বুক পেতে অামাকে অাগলে রাখে মৃত্যুর ওপারে......

এপারে কলমের খোঁচায়
    জন্ম দৌঁড়াতে দৌঁড়াতে হাঁপিয়ে উঠে
                               প্রত্যাখানের পাশে.....

কেবল মাঝখানে অবহেলায় পড়ে থাকে
                      জীবনের অলিখিত সংবিধান।

হে ঈশ্বর!
   ছোঁয়াচে রক্তচুষা-অক্ষরেরা ছুটে এসেছে
              অমানুষের হৃৎপিণ্ড থেকে......
শীঘ্রই অামাকে মানুষ করো
                        যেন সংক্রামিত না হই!
-------------------------------------------

উৎসর্গঃঅামার প্রিয় কবি, অাসরের প্রিয় কবি বোদরুল অালম।
যার অনুপ্রেরণা ও উৎসাহে অামি অাজো দাঁড়িয়ে অাছি.....