অামার এ বারুদমাখা বক্ষে
তুমি অাগুন দেখেছো
অথচ কখনোই হয়নি দেখা
এক ফোঁটা মহাশ্বেতা জল......
শুনেছো পূর্ণশশী?
মন অামার শান্ত ছায়ার মায়াদিঘী
সাঁতার কাটে তোমার ইচ্ছেগুলো অসমাপ্ত স্বপ্নের পীঠে........
তবু বুঝা হয়ে উঠেনি-----
শূন্যতার ঢেউ
কিভাবে মুছে দিতে পারে দেহের নীরব ভাষা?
কিভাবে গড়ে তুলে প্রেমের দীর্ঘ চরাচর?
তাকাও পূর্ণশশী!
তোমার চোখের নীচেই লেখা অাছে অামার অায়ু,
শুধু লাল গোলাপটা পাঠিয়ে দিও-----
হৃদয়ের ঠিকানায়......