বিখন্ডিত সরলরেখার পীঠে
                              শাশ্বত সত্যে উপনীত
বোধগম্য জগৎের সূত্রাবদ্ধ ক্রান্তিকাল।

                                       ছায়া-কায়া আপাত বিরোধী,
বিষবলম্ব দৃষ্টিতে জাগ্রত অদ্বৈত বিন্দু।

                                       বিস্মরণের সমুদ্রপারে
কিম্ভূতকিমাকার ভূচুম্বকীয় ঝড়।

নিরপেক্ষ বস্তুকেন্দ্রিকতার মোহ-মায়াজালে  
                        ভূতিশাসনভূষিত অশ্বমেধযজ্ঞের ফল।

পঞ্চপ্রদীপ হাতে ঘুমন্ত অনন্তসন্ন্যাসী
           চরাচরব্যাপী তত্ত্বদর্শনাবিলাসীর তৃণবিন্দু-আশ্রম।

আত্মমনঃসমাধানপূর্বক পাপকঞ্চুক উন্মোচন
                                       কাঞ্চনজঙ্ঘায় বর্ণাচারবিধিঃ।

মেঘে ঢাকা সূর্যসংসার,
                      মহাকাশবৎ সূক্ষ্মা গর্জনধ্বনি পরমকারণ...

গমনাগমনবর্জিত বিষয়-সম্পর্কহীন দৃঢ়দুর্গে মায়াপাশবদ্ধ
                      কর্তব্যাককর্তব্যবোধ ও
অনপসারণীয়
         ইন্দ্রিয়ার্জিত জ্ঞানের সারাৎসার
                                       যেন ঘুম-জাগরণের আবেশ ।

বিসর্পিণী অত্যাচারে জর্জরিত
পাথরপ্রকীর্ণ অঘ্রাণ শরীর,
                    এ যে বিষকুম্ভ!
                                      খন্ড-বিখন্ডিত বোধগম্য জগৎ...

এসো,কালরুদ্রসংহারকর্তা!
          কাল-রহস্যময়ী নেফারতিতি শিকলবন্দি ...