পঁচা-মাংসের বাজারে রেখে এসেছি
                     অাঁধার রাতের নিষিদ্ধ শরীর।

ডেকো না,ডেকো না,
              গায়ে কটু গন্ধ;
রুমালখানি গুঁজে নাও
       হে অামার ছায়াতরু অনিলা!

অাজ বিক্রি করে দিব হৃদয়ের দামে
সাড়ে তিন-হাত ভূমি;
                      অালোর মুদ্রা অাছে কি?

যদি থাকে তবে পাঠিয়ে দিও হৃদয়ে হৃদয়
রেখে......
           যেন একটু তাকাতে পারি!