পর্ব একঃ
-----------
ওরে নব্য-ধ্রুপদী!
আমার পা দু’টো কখনোই বুঝেনি জুতোর ব্যথা
পঁচা-মাটি শুধু জানতে চায় রক্তসূত্র
                        আর দগ্ধতৃণের মন্দা-ডাল ;
আত্মাকে ভুলে হৃদয়ও খুঁজে মাংসের গভীরতা............

মুদ্রারাক্ষসের পীঠে হাসে ঐ মরণ-চাঁদ; হিসাব পাক্কা
ক্রান্তিবলয়ে ভগ্নাংশ-মায়া; উচ্চতা আয়ুর সমান .........