দৃশ্য একঃ
--------------
সুরঞ্জনা!
সুরঞ্জনা গো!
অামার পৃথিবী যদি এক টুকরো সাদা-কাগজ হতো
তবে অামি হতাম সূর্য-গন্ধী কলমের পূজারী............
সুরঞ্জনা!
লৌহকঠিন স্বপ্ন মাঝে মহাসিন্ধুর মমতা উদগারিছে তরঙ্গ-কৌতুকে
অন্তরের রীতিনীতি,অাচার-বিচার,হালচাল,মিছিমিছি পাল্টে এ চক্রবালে.............
(ঘোর অমাবস্যায় নিঃশ্বাস ফুৎকারে মহাকান্তার মর্মধ্বনি!)
সুরঞ্জনা গো!
সপ্তদ্বীপের ভিতর ময়ূরপঙ্খী ভাসে তাবৎ সুপ্তির শেষে পূর্ব হতে পশ্চিমে
চন্দ্রভস্মের নীচে রজঃকণার অাক্ষেপ;অন্ধতামসীর সাধনা সেঁজুতি সন্ধ্যায়..............
(মৃত ছায়ার পীঠে ভস্মাধার,কাঠখোলা প্রান্তরে সুরে-সুরে জাগে প্রাণের ফসফরাস)
সুরঞ্জনা!
সুরঞ্জনা গো!
দৃশ্য দুইঃ
---------------
এতোকাল কোথায় লুকিয়ে ছিলে হে পরমাসুন্দরী!
এসো,দেখে যাও!
তোমার এ রূপসী বাংলায়
প্রাণশিরার মাঝে মৃত্যুকে সাথে নিয়ে
চুপিচুপি...........
বুক পেতে দিয়েছি
তোমার দেয়া সেই এক-খন্ড শুকনো রুটির উপর;
যাবার বেলায় দু'ফোঁটা জল
ফেলে যেও কিন্তু!
যেন একটু বাঁচি................