পর্ব ছয়ঃ
---------
তামস অহঙ্কারে
অকস্মাৎ
কাঁপে গর্ভজল
জাগে মৃত সমুদ্রের বিভাগ-শূন্য চরাচর
শুনতে হবে শূন্যের অাদেশ,
না হাওয়া,
না অমাবস্যা,
না ঘোর একার্ণবরূপ
ক্লান্তিহীন..............
কিছু নয়,কিছু নয়,
তামাশাও নয়!
অন্ধ ছায়ার পীঠে গুণাক্রান্ত স্মরণচারীর অধিষ্ঠান,
ইচ্ছুক স্বপ্নেরা ছুটে
হেলেদুলে,হাসে বনফুল..........
পা'গুলো খালে-বিলে,চোখেরা দেখে সময়ের ভুল
সুরে -সুরে
তালে-তালে
শব্দহীন বিলাপে
শস্যদানার ভিতর রচনা করে মৃত্তিকার সন্তান।
এ যেন নবজন্মের দীর্ঘ সংগ্রাম..........
এইভাবে নকশীকাঁথার মত সূক্ষ্ম
চিত্রণে
বহু বর্ষের ব্যবধানে হৃদয়ের সম্পাদনায়
প্রকাশিত হয় অামাদের মাংসের ইতিহাস.........
পর্ব সাতঃ
------------
হে অনন্ত-মাহাত্ম্য-সম্পন্ন জন্ম
তোমাকে জানাই নমস্কার!
নিদ্রাজয়ী চোখে তাকাও জগৎ-যোনির দেশে
স্বগুণ-গুপ্ত জাতকের পীঠেই হোক অামাদের অধিষ্ঠান..........