পর্ব একঃ
------------------
মধ্যরাত অথচ বাতাসে ভাতের গন্ধ!
ধুলো উড়ছে...
সর্প গিলে খাবে চাঁদ
কাঁপছে ফুটপাত,
অন্ধকারে মৌন ইশারা,
বদলায় রাত,
অসম্পূর্ণ হতে অার দেরি নেই
ফুল পঁচে গেছে
বাগানে কার হাত?
শিকড় জড়িয়ে ছদ্মবেশ!
ঠিক ছদ্মবেশ নয়...
এটা মৃত্যু...
মৃত্যুর অাড়ালে জীবন
জীবনের ভিতর অাগুন
শব্দরা পুড়ে ছাই...
অাছে শুধু মৃত্যু...
মৃত্যুকে তাড়া করে জন্ম
জন্মকে অাগলে রাখে স্বপ্ন
স্বপ্নের পিছনে গড়ে ওঠে সংসার
প্রাণ ফিরে পায় পুরাতন দুর্গ;
শুধু ঘুমায় মহাকালের সন্ন্যাসী
বাঁচে মানুষ...
কাঁদে পৃথিবী,কাঁদে অরণ্য
জেগে থাকেন ঈশ্বর...
পর্ব দুইঃ
---------------
উষ্ণ প্রেম-সমুদ্রের ফেনিল ঢেউয়ে নাচে মুহূর্ত;
নৈশপ্রহরী মৎসকুমার বলে ওঠে----
অারে ছদ্মবেশী অতিরঞ্জন!
মাটি, জীবন ও প্রেম
ছদ্মবেশের ধার ধারে না...
মাটি সরলতা শেখায়
তাঁর বুকেই অাঁকড়ে ধরে জীবনবৃক্ষ।
অাজ অাবার শিস্ দিবে কি অামার মৌমাছি?
ভরা জ্যোৎস্নায়...
অনিলার তামাম উচ্চতায় তুফানের বিক্ষোভ
কখনোই গুড়িয়ে দিতে পারে নি লাল-পাথরটি কে
কিন্তু তাঁর অবিনাশী চুম্বন অামাকে বাঁচিয়ে রাখবে
অারো কয়েকটি বছর...
(কবিতাটি কিছুটা সম্পাদন করেছি)