উৎসর্গঃ আমার পিতৃছায়া প ট ল দা।
হিংস্রতার ছায়ায় দাঁড়িয়ে দিগন্তের দিকে হাত তুলে
তুমি দেখিয়ে দিয়েছো নিঃস্ব,জরাগ্রস্ত মৃতের নগরী;
না,ফেরাতে পারিনি রিক্ত পাথরের চোখ,
বিছানায় এখনো পড়ে আছে তাবৎ প্রেম-মঞ্জরী রূপকথা।
সমুদ্রের মুকুটঘেরা মাছেদের শরীরে লুকায় অন্ধ প্রেম,
অশ্বনাল বৃত্তের মাঝে শীতল রাত্রিকে করি সমর্পণ।
বেদনার স্নানলীলায় অথবা আগামী ভোরের ঋজুতায়
আমি হয়ে যাই অন্য এক মানুষ,
স্ফুরিত অধরেই নুয়ে পড়ে মহাকালের উচ্চারণ।
কোন রক্তপাত ছাড়াই স্বপ্ন-মেঘ
বৃষ্টি হয়ে ঝরঝর ঝরে পড়ে তোমার অশোক কানন ঘেরা জঙ্ঘায়।
দয়িতা,চিতার মত ক্ষীপ্র হও,
বিমূর্ত চেতনায় খুবলে খাও নক্ষত্র শরীরের স্পন্দন;
অসীমের কাছে আমার পৃথিবী অসহায়
কিন্তু তাঁর রহস্যের পথ দীর্ঘকায়...
সাদা-কালো অক্ষরে ভরে গেছে হিসেবের খাতা;
নীল জলস্রোতে শুনতে পাচ্ছো কি বিদায়ী আওয়াজ?
বিদ্যুৎ গতিতে সে ঝড় তুলে দিবে
তোমার কিংশুক-গন্ধী বেদনার দেশে...