উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।
মাটির বাসা বানায় কুমুরে পোকা
ধ্যানমগ্ন শব-সাধক;
হানা দেয় উদরস্ফীতি রোগ
হাতে কারণবারি,
শিখে নেয় জ্ঞানমুখ অাচ্ছাদনকারী অবিদ্যা;
ভুলে যায় চতুর্বিংশতি তত্ত্ব,পার হয় দশম দশা......
মুক্তকেশী!উপায় যে নেই!
সামনে কালো বিড়াল,
দক্ষিণে কলাগাছ
উত্তরে পুঁই;
উপরে ধূম্রবর্ণের পদ্মমধ্যস্থিত অাকাশ।
অাসে গণ্ডযোগ,
মলয়ের হাওয়া;
তাই সময়ের অাবর্তনে
কপটনিদ্রা ছেড়ে
অামি অষ্টতলযুক্ত হৃদয়ে
গড়ে তুলি নবচুড়াযুক্ত দেবমন্দির
হেঁটে যাই চকমিলান উঠান
দেখে নেই জাতকের পিতা-মাতার শেষ মুখশ্রী......