উৎসর্গঃআমার পিতৃছায়া প ট ল দা কে।
বুকের অাকাশটা নীল বেদনায় কাঁদতে শিখেনি.....
জ্যোতির্ময় নক্ষত্ররা অতন্দ্র প্রহরী,
সূর্য হলো প্রাণ,
চন্দ্র তাঁর প্রেমিকা।
তবে কিসের জন্য বাংলার শব্দেরা
জড়ো হয় ঋজু দেহের শিরা-উপশিরায়?
সংজ্ঞাহারা বাহুর জমিন
উত্তোলিত হবে কি ঋণগ্রস্ত হাত?
সবজি্-গন্ধী কিংবা অামিষ-গন্ধী এই অতিরঞ্জিত মনের
প্রত্ন-অাঁধারে জেগে ওঠা রহস্যময় চরের উপর
হাওয়া দিয়ে যায়.......
ভয়ংকর তুফানী!
প্রত্যাশার চক্রব্যূহে অাটকে থাকে
অক্ষর-ঘেরা কবিতা বাগানের ফুল,
কিন্তু প্রবেশ নিষেধ!
প্রসবকালীন ব্যথায় এখন লোপ পেয়েছে
অামার অভিমন্যু-জ্ঞান.......
ক্ষমা করো শতাব্দীর কৃষ্ণ!
অামি নিজেকেই পুড়িয়ে দিব সাধনার অাগুনে
দরজাটা খোলাই রেখেছি,
শুধু ফুলটা ছুঁড়ে দিও.....