উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।

পর্ব চারঃ
----------
শূন্যের সন্ধানে......
শ্বাসযুক্তা বসুন্ধরা পথে হাঁটার চেয়ে মৃত্যুই শ্রেয়!

       অনিবার্য প্রেমের পরিণতি স্বতঃসিদ্ধ,
মাংসের ভাঁজে মৌলিক প্রতিভা তো বিষনাশী!

       নাগবায়ুর ফুৎকারে...........
হাড়ের ভিতরে পরজীবীর স্বপ্ন নস্যাৎ হলেই জন্ম সার্থক!


পর্ব পাঁচঃ
----------
নাশশূন্য হয়ে মহাকালের সাথে ক্রীড়া-কৌতুক!
বুদ্ধিমত্তার দেশ ছেড়ে চলে যা অশ্বারোহী অসুর!
       বাঁচুক অামাদের মাতৃকাবর্ণ........

নাভীমূল হতে জাগ্রত হয়ে স্বর্ণশৃঙ্গমণ্ডিত সু-লক্ষণা
সমুদ্রগামিনী নদীতে ফুটিয়ে তুলুক জল-নাট্যের অভিনয়;
       স্রোতের পীঠে অামরাই হব ক্ষণিকের দর্শক.......