উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা।

পৃথিবীতলে অতিথিসেবা...
       অাবেগের মহা-সংকটে পীড়িত মধ্যবিত্ত প্রেম;
                    সুবর্ণ-মুদ্রার ওপর মোমের অালো রেখে
ন্যালাক্ষেপা শরীরের মাঝে এনে দেয় অাগুনের ভয়!

       মগজের পাশে বর্ণ-নীলাঞ্জন পর্বত,
হৃদয়ের ওজন মাপে মাংসের দাঁড়িপাল্লা।


সময়ে সময়ে সোম-ভস্ম ভক্ষণ
                    অাঁদাড়-পাঁদাড় পার হয়ে
নৈশসভায় রমণীর কোমর-ছাপানো চুলের নীচে ওষ্ঠ রেখে
অাকাশের জ্ঞাতি-বন্ধু মহাকাল পাঠিয়ে দেয় মেঘবাহন।

কেন্দ্রচ্যূত পুরুষ বুঝে না বীর্যের গাঢ়ত্ব,
       নির্দয় সমুদ্রের স্বায়ত্ত্বশাসনে
                    শূন্যগর্ভে শক্তিরূপ নির্মাণ,
কিন্তু রমণী বুঝুক এ যে নিঃশ্বাসের অপচয়!