উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।

কিছুটা সময় ধরে দাঁড়িয়ে অাছি  রহস্য-অায়নার সামনে.......
                 অায়নায় ভাসে ছায়া স্মরণ-অতীত;
মুহূর্তরা নাচে....
                 নাচতে নাচতে পার হয়ে যায় মহাবিশ্ব.....
হঠাৎ ঘুমন্ত গাছে নড়ে ওঠে মায়াকুসুম!


পৃথিবীর সব বাতি নিভে যাওয়ার পর
                 মহাকাল-কবলে সবেগে ধাবিত স্রোতের মাঝে বিদ্যুৎ!

                 সত্ত্বরজন্তমোগুণময়ী ত্রিগুণাত্মিকা!
শুনেছো কী?
                 পায়ের তলায় লাল-পিঁপড়ের চিৎকার!
মাটি বলে-
                 সনাতন বীজের ভেতর রসের সমাধান;
হাত দু'টো নিস্তেজ,
                 কিন্তু অাঙুলে অাঙুলে সংঘর্ষ
                                   চায় রসতত্ত্বের বিচার........
দেখেছো কী?
চোখে চোখ রাখে দূর সমুদ্রের দূর পথিক...অারো দূরে তাঁর ছায়া....
            ছায়ার মাঝেই অাঁকা অাছে শঙ্খচক্রগদাপদ্মধারী চতুভূর্জ...........