উৎসর্গঃঅামার পিতৃছায় প ট ল দা(বন্দীরাম নন্দী)

হঠাৎ শত শত লিঙ্গের উত্থান.....
কী অাশ্চর্য!
     ঘোলা-জলে ক্রিয়াত্মক মৈথুনের অপবৃত্তি!

নাগবায়ুর ঘূর্ণিপাকে....
      নয়-দরজায় রতিকাল এসে উপস্থিত,
               জগৎ-যোনীতে নাগভোগপতির রাত্রিযাপন।

অাসে স্নিগ্ধ অালো ঝলমল ভোর,
                                স্নান তো বৃথা!

কোথায় অাছে শ্রুতিস্মৃতিজ্ঞানপ্রবর ব্রক্ষ্মচারী?
           বিদ্যুৎবলয়াভস্থানে সমাহিত হলো অামারই গলিত দেহ....

সুষুম্নানাড়ীতে অমৃতের ফল্গুধারা......
          বহ্নি-কুণ্ডু নাভীতে সদা শিব-ধ্যান,
       চাই.....অারো চাই....
                রূপ-রস-গন্ধ-শব্দ ও স্পর্শ,
                               এ যে পঞ্চভূতাত্মক!

একটু দাঁড়াও কালের পথিক!
      ষটকোষযুক্ত কর্মকলাঙ্গের অান্দোলনে হোক তোমার লিঙ্গশুদ্ধি;
          সামনেই সর্বভূতের অাঁধার......
সে কী মহামুদ্রার অাশ্চর্য বন্ধন!

         অণ্ডকোষদ্বয় হতে যাত্রা কিন্তু শুরু....
কিঞ্চিৎ উন্নমিত-শিরা পার হয়ে স্বয়ং নাসিকাগ্র দর্শন শেষে
                 সৃষ্টি-স্থিতি-লয়ক্রমেই
অামার বক্ষঃস্থলে জাগ্রত হোক মহেশ্বর............