উৎসর্গঃঅামার পিতৃছায়া প ট ল দা কে।

বদলে গেছে ধুলোর নগর
ভক্তির প্লাবনে দেখি
                        চোরের উল্লাস!
গৈরিক ছায়ায় ঢাকে
                        সোনালী মাঠ,
সাইরেন বাজিয়ে চলে
                        নগর বাউল!


ঐ দূর........................সভামঞ্চে
আজ দালালের
                       মিথ্যাভাষণ!
        রক্তে মাখামাখি
        হাসে কুটিকুটি,
রাজতন্ত্র,ধনতন্ত্র,গণতন্ত্র
        উড়ে যায় ঈগলের ডানায়।
~সামুদ্রিক ঝড়ের মত
      গ্রেনেড হাতে জঙ্গি হামলা;
আরে পালাও!পালাও!

নগর-বন্দরের রন্ধ্রে রন্ধ্রে,
            আজ নগ্ন উল্লাসে
ঘুষখোর,সুদখোর,নারীখোর,গাঁজাখোর।
চারিদিকে মৃত্যুর সুঘ্রাণ!
             নগ্ন শরীর
           পোকামাকড়ের কিলবিল!

আর ওদিকে?
               গোপনে
চোখে ধুলো দিয়ে,
চলন্ত বাসে নারীর নিতম্বে
                  পাঁচটি আঙ্গুল!
নারীর স্তন যেন পোড়া কাবাব,
              ভোগের পিপাসায়
ক্ষুধার্ত জিহ্বার আন্দোলন!

হঠাৎ হৃৎপিন্ডে-
                তীব্র ব্যাথা!
কী করে বাঁচি মৃত্যুর পাথারে?
সর্বত্র আসছে দমফাঁটা গন্ধ;
            তাই গোলাপের পাপড়ি
                         ছুঁড়ে দিও
আমার লাশের পাশে..................।।