(১)
আমাদের অসংখ্যবার জন্ম নিতে হবে
একটি মৃত্যুর জন্য
(২)
সময়ের ঘূর্ণিপাকে
কেবল-ই ছুটে চলা;
গন্তব্য নেই
আছে শুধু দীর্ঘপথ...
(৩)
জীবন সঙ্গীতের মোহনীয় ব্যঞ্জনায়
অমোঘ শূন্যতার দূরত্ববোধ
যখন খানেকটা ঘুচে গিয়েছিলো;
ঠিক তখন-
পাখির পালক ছুঁয়ে
জানতে চেয়েছিলাম
পাখির ভাষা।
(৪)
দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর
ঘোর অন্ধকারে ছিটকিনি খুলে ধনাত্মক গতিতে
কে ঘটায় রূপদক্ষ আলোর বিচ্ছুরণ?
সর্বনাশ!
অলীক আশ্রয়ে এখনো ঘুমিয়ে আছে মেধাবী নির্মাতা!
অদৃশ্য হতে কল্পিত সত্তার বিচিত্র অনুভূতিও
পাল্টে যায় মস্তিষ্কের লালিত ভাবনায় ।
আসে আগ্রাসী ঢেউয়ের তীব্র আঘাত!
উল্টায় নায়কের মাস্তুল ভাঙা নৌকো,
পাল্টায় দৃশ্যপট!
থামে না শুধু নায়িকার ঋণাত্মক-গতি,
কালোছায়া দৌড়ায় তার পিছনে ,
অতঃপর............
বিজ্ঞাপনে ছাপা হয় নায়কের ডুবে মরার ইতিহাস।