(১)

প্রেম
-------
হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে  
দরজায় যদি কড়া নাড়ে শুদ্ধ প্রেমিক;
তবে তাকে বলিও পাখি হয়ে উড়ে যেতে
কিন্তু বলার আগেই তুমি আকাশটা তৈরি করে নিও।

(২)

পড়শি
-----------
অর্পিতা, ঘুমিয়ে পড়েছো?  
দরজা খুলে দাও!
অসময়ে চলে যেতে আসিনি,
এসেছি অন্ধকারে দুঃস্বপ্ন ভাঙ্গাতে!