উৎসর্গ:আমার ভালোবাসার মা।

মাগো,পৃথিবীর সমস্ত ঝরা ফুলের বেদনা
                    জমিয়ে রেখেছিলাম বুকের কাছে।
আজ সেখানে আতরের গন্ধ!

মাগো,আগুনপোড়া জীবনের শেষ সময়ে
আমার দেখা হয়ে গেছে
বড় বড় রঙিন দালানকোঠার ঘরবাড়ি;
       এমনকি ঠিকানাহীন বন্দরের পথে ছুটে চলা
জাহাজের মাস্তুলে রাখা নাবিকের কম্পিত হাত।

মাগো,এবার আমি ধূ ধূ মরুভূমির কাছে এনে দিব মহাসমুদ্র;
রক্তলাল পথে ঝাপটে ধরবো কুমারী ঘাতকের লোমশ হাত,
লাঙ্গলের ফলায় মাটির গন্ধ শুঁকে,ফুটাবো ফসলের হাসি।
মৃত্যুর কাছে মহাআনন্দে বাঁজাবো জন্মের সুরেলা বাঁশি।


মাগো,আজ আঁধারের পথে আলো হাতে
দাঁড়িয়ে আছে ইতিহাসের যত কালপুরুষ
                        আমি হবো তাদেরেই একজন।