অবৈধ কামের নীল চাবুকে
ছিঁড়ে বেহালা-র তার,
বেসুরো গলায় মেঘসঙ্গীত।
বেশ্যার ঘরে শকুনের ঠ্যাং
আর বীর্যহীন সঙ্গম;
একি! অচেনা প্রজন্মের চিৎকার!
এদিকে সতীর আবৃত বুকে
বিঁধে ধারালো দাঁত;
আঁকে-আধো চাঁদের চিহ্ন।
ভাঁজে ভাঁজে তৃষ্ণার অ্যালকোহল
অচেতন-অক্ষরের ভাষা;
আর এক কলম দীর্ঘশ্বাস...