উৎসর্গঃদাদা পটল বটব্যাল(পটল'দা)কে।
কোথায় দেবশিশু?
কে খুঁজে নিবে মহা-প্রস্থানের পথ?
অষ্টধাতুর দশভূজা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে নন্দীকেশর।
সময়ের অশ্বগতি দেখে
মধুবনে ফুঁসলে ওঠে দু’মুখো সাপ,
বিষের বন্যায় হাবুডুবু খায় সংগীত-সাধক ।
আহা! মধু-মাধবী-সারং!
ভেস্তে যায় স্বর-সাধনা;
আসে তালজ্ঞানের অভাব,
পাল্টায় রঞ্জক ধ্বনির আবহ
শেষে,মন্ত্রমুগ্ধ চোখটিও বারংবার দেখে নেয় ভাঙনের নিয়ম ।
ভুলের মাশুল গুনে শুধু মাধুকরী,
ঝরা ফুলের লাল-রঙা পাপড়ির ভাঁজে লুকায় কামগন্ধহীন বাসনা,
যা দেখে ফিনকি হাসে শবপোড়া মড়াদাহের দল।
ফিরে এসো, ফিরে এসো মহাশ্বেতা আমাদের তুলসীবনে।
শেষ সময়ে,ধ্বজাধারীরা তোমায় একটু চিনে নিক...