তুই কি ছদ্মবেশী সুর্পনখা?
মৌন ইশারায় কামনার জল
চুইয়ে পড়ে রক্তকরবীর পাতায়।
আজ তোর অনিকেত জমিন মেপে
কে এঁকে দিবে জীবনের প্রচ্ছদ?
ভুলেছি চিন্তাসূত্র,
ভেঙেছে বরফঘুম,
চুকিয়ে নিয়েছি রাত্রিপাঠ।
বোবা বিশ্বাসে সাইরেন বাজিয়ে
দায়হীন যাত্রা তীর্থগামী শীতল ঠোঁটে
আমি যে মাংসভুক!
আধ-কপালি সাজিয়ে নে কালিঝুলি শরীর।
আসলেই তুই কি ছদ্মবেশী সুর্পনখা?
শব্দ-সমুদ্রে তরঙ্গ তোলে
ভাসিয়ে দিস তোর ঢেঁড়িঝুমকো!
ছন্দানুগামী চোখ দেখে নিক বিদ্রোহের স্ফুলিঙ্গ ।
ছন্নছাড়া শ্যামা পোকারা
যেমনি পুড়ে মরে আলোর নম্র আকর্ষণে
তেমনি তুই ও মরে যা!
রেখে দে জীবাশ্ম,থেমে যাক আত্মার সব অভিঘাত...