সাতরঙ্গা আলপনায় আঁকা রমণী তুমি;হাত বাড়িয়ে
এনেছো উত্তাল তরঙ্গের সমুদ্র,শেষবিকেলে
ফুলের পাশে একাকী শুয়ে থাকা যুবকের কম্পিত বুকে।
তুমি তার স্বপ্ন-কে ছুঁয়ে দিয়ে,মহা আনন্দে
তারেই রেখে দিয়েছ,তোমার প্রত্যাখানের পাশে।
তুমি অষ্টাদশী,সর্বগ্রাসী,শেষ সময়ের আগে
রেখে গেলে জীবাশ্ম,লাল পথে।