রুক্ষ আউলা চুলের ভেতর বেঁধেছে দুঃস্বপ্নের বাসা,
আর ঐ গত জন্মের পাওয়া সুখ
এ জন্মে দুখের ম্লান ফুল হয়ে
ফুটেছে আমার বাগানে।
এ জন্মে
চারিদিকে কেবল মৃত্যুর কানামাছি খেলা।
কি আশ্চর্য!
স্বপ্নাক্রান্ত বালিকার
খসে পড়া চুম্বনেও-
আমি বারুদের গন্ধ পাই.........
এ অদ্ভূত জন্মান্তরে----
আমি দাঁড়িয়ে আছি
এক রক্তাক্ত আকাশের নীচে,
যেখানে চপল আঙ্গুলের উপর বসে থাকা
সভ্যতার সাদা আয়নায়
ধোঁয়াটে চোখ রেখে দেখেছি
বোমারু শিস্ বাজিয়ে
আহ্লাদে মেতে উঠে
ডজনখানেক আততায়ী!
কিংবা আগ্রাসী মারণ-মন্ত্রের জাদুবলে
বিষাক্ত বুলেট ছুটে চলে-
মাইলের পর মাইল........
অবশেষে শুকনো ধুলায় লেগে থাকে
অসংখ্য মৃত্যুর ফটোগ্রাফ
অনায়াসে মুছে যায় জন্মপথের চিহ্ন
তবুও আশায় রইলাম, ধনুকের মত টংকারে
আবার ওঠে আসবে আমাদের ভূ-তলবাসী.......