কোন এক্ অবহেলিত কবি
তাঁর কম্পিত আঙ্গুলের স্পর্শে,
সারাটিজীবন কবিতার কপালে
লাল-টিপ পরিয়ে দিয়েছে
-------বড্ড ভালোবেসে।
দাঁড়িকমাহীন প্রতিটি শব্দতরঙ্গে
ভেসে চলেছে---
তাঁর সন্ন্যাস জীবন!
অতীত আর বর্তমানের
মুহূর্মূহু গোলযোগে-
যে চোখ কান্না করে যায় আড়ালে;
চাতক পাখির মত-
সে তারে দেখেছে লক্ষ-কোটি বার!
আজ মাতাল হাওয়ার সুরে-
যেখানে ধীরে ধীরে সরে যায়
জমানো মেঘের ভেলা;
সেখানেই কি তবে-
প্রাণের সূর্য ডুবে যাবে অন্তিম পরশে?
এখন ঈশ্বর দাঁড়িয়ে আছেন-
তাঁর দীর্ঘকালের সাজানো বাগানে।