নক্ষত্র-সূচে নড়ে ওঠে কান্নার স্যালাইন
রক্ত ও আগুনের ভাস্কর্যে অবিনশ্বরের ইতিকথা।
জন্মের দাগ গুনে গুনে
কে তুমি ফিরে গেছো ক্ষুধার স্বপ্নে?
অাগুন ধরো বেদনার পা'য়
অন্তত হৃদয় একবার প্রেমিকা ডেকে যাক!
মানছি অশ্রুও ছাই হয় প্রত্যাখ্যানে
তবু পুড়ে পুড়ে অালো যাক ছোঁয়াচে হৃৎপিণ্ডে...
জঠরের সংলাপে ছিঁড়ে যাক
ভাতঘুমের সভ্যতা।
আকাশে শশ্মান-মৃত্তিকার মেঘ
সমস্ত পাখিদের চোখ আজ বুলেট।
মায়াবী পালক বারুদের ক্যানভাসে
বেঁচে থাক ওষ্ঠের ছাপ মৃত ললাটে।
প্রেমিকা,তুমি তো মহাকাল,স্বয়ং পথ
হেঁটে গেলেই অামি বাঁচি...
[১ম স্তবক=মায়িশা
২য় স্তবক=ইথার
৩য় স্তবক=ইথার
৪র্থ স্তবক=ইথার
৫ম স্তবক=মায়িশা
৬ষ্ঠ স্তবক=মায়িশা
৭ম স্তবক=মায়িশা
৮ম স্তবক=ইথার]